EIIN Number

000000

REG CODE

1028/984018

Mobile

01727318751

প্রতিষ্ঠাতার বক্তব্য


সম্মানিত অভিভাবক মহোদয়,

আসসালামু আলাইকুম/আদাব।

নিউ ফোকাস মডেল স্কুলটি ২০১০ ইং সালে স্থাপিত হয়ে ২০১২ সালে ২৪ জানুয়ারি থেকে আমার প্রচেষ্টায় এক নতুন মাত্রায় ধাবিত হয়। অদ্যবধি আমি ছোট ছোট সোনামণিদের নিয়ে কাজ করছি। আমার ধ্যান-ধারণা, চিন্তা-চেতনা, শ্রম, মেধা ও প্রচেষ্টা সবই ছোটদের নিয়ে। উন্নত পাঠদানের মাধ্যমে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের গোল্ডেন এ-প্লাস ও বৃত্তি প্রাপ্তি নিশ্চিত করাই আমার লক্ষ্য। প্রাথমিক স্তরের শিক্ষায় হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। এখান থেকেই ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবনের গোড়াপত্তন হয়। আপনার সন্তানের মেধা বিকাশ ও কাঙ্খিত সফলতা আনয়নে আমি প্রতিশ্রতিবদ্ধ।

প্রধান শিক্ষকের বাণী


শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। শিক্ষা মানুষের আচরণের স্থায়ী পরিবর্তন ঘটায়। এই পরিবর্তন সাধনের উদ্দেশ্যে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। এই পরিবর্তনে অত্র বিদ্যালয়টি শিক্ষার্থীকে যুগোপযোগী ও সক্ষম শিক্ষা প্রদান করা হয়। ফলে শিক্ষার্থী আত্মনির্ভরশীল ও যোগ্য হয়ে গড়বর্তমান যুগ তথ্য প্রযুক্তির প্রভাবে প্রভাবিত। সে উদ্দেশ্যে শিক্ষার্থীকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার উদ্দেশ্যে এ শিক্ষা প্রতিষ্ঠানটি অগ্রগামী। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালীন এই মহান কার্যক্রম সম্পন্ন করতে পেরে নিজেকে ধন্য মনেঐতিহ্যবাহী অত্র বিদ্যালয়ের অগ্রযাত্রাকে সুসংহত ও অব্যাহত রাখতে ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যগণের সাথে সাথে এলাকার শিক্ষা সচেতন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও সম্মানিত অভিভাবকগণের সুচিন্তিত মতামত ও পরামর্শ

বিস্তারিত

আই.সি.টি শিক্ষকের বাণীঃ


তথ্য প্রযুক্তির উৎকর্ষতার সাথে তাল মিলিয়ে আমাদের বিদ্যালয়েও এর যথাযথ ব্যবহারে আমি শিক্ষক হিসেবে অত্যন্ত গর্বিত। বর্তমানে শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার যে ঠিক কতখানি গুরুত্বপূর্ণ তা বলা বাহুল্য। আমরাও এর সংস্পর্শে এসে অনেকটায় এগিয়ে যাচ্ছি এবং আমাদের শিক্ষার্র্থী ও অভিভাবকবৃন্দও এর থেকে বেশ উপকৃত হচ্ছে বলে আমি মনে করছি।

আমি সর্বোপরি আমাদের বিদ্যালয়ের সফল প্রতিষ্ঠাতা জনাব মোঃ লিয়াকত আলী মুনজু এবং প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলীদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবে প্রত্যেক শিক্ষার্থীর নিকটে প্রযুক্তির ছোঁয়া পৌছে দেবার জন্য।

About Us

বিদ্যালয়টির বৈশিষ্ট্য সমূহঃ

* বিদ্যালয়টি সি.সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।

* শ্রেণী কক্ষেই পড়া বোঝানো ও তৈরি করে দেওয়া।

* সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী পরিচালিত।

* প্রতিটি শ্রেণীতে আসন সংখ্যা সীমিত।

* অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক-শিক্ষিকা দ্বারা শিক্ষাদান।

* অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের অভিভাবকের নিকট তাৎক্ষণিক এস.এম.এস এর মাধ্যমে জানানো।

* ইংরেজি ও গণিতে ভিত্তি মজবুত ও হাতের লেখা সুন্দর করণের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া।

* সাময়িক ও বার্ষিক পরীক্ষার পূর্বে উন্নত মানের প্রয়োজনীয় নোট প্রদান।

* কর্তৃপক্ষ কর্তৃক প্রশ্নপত্র প্রণয়ন, নিরপেক্ষ পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি।

* একাডেমিক শিক্ষার পাশাপাশি রয়েছে চিত্রাঙ্কন, শরীরচর্চা, শারিরিক কসরৎ, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা এবং শিক্ষামূলক অনুষ্ঠান।

* স্ব-স্ব ধর্মীয় শিক্ষায় পূর্ণ স্বাধীনতা। ধর্মীয় ও কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক।

* দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ সুবিধা প্রদান, এতিম ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পাঠদান।

* ছাত্র-ছাত্রীদের গোল্ডেন এ-প্লাস সহ বৃত্তির নিশ্চয়তা প্রদান করা।

* অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না।

* ২০ নভেম্বর থেকে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত প্রস্তুতিমূলক ফ্রি ক্লাস, ৩১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা ও বাছাই করণ।

* ০১ লা জানুয়ারি থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে সরকারি বই বিতরণ ও ক্লাস শুরু।

* সর্বোপরি এদেশের শিক্ষা ও পাঠ্যক্রম এবং আধুনিক বিশ্বের চিন্তা-চেতনার সাথে তাল মিলিয়ে এক ভিন্ন মাত্রার শিক্ষাদানের অঙ্গীকার।

Our Teachers

 All Teacher

Statistics

Our Organization At a Glance

12

Classes

300

Students

2

Teachers

1

Staffs

Managing Committee

 All Member

Quick Contact

6 + 2 =

Student Statistics

Class wise Students

52

Play

79

Nursery

48

One

32

Two

25

Three

18

Four

46

Five

0

Six

0

Seven

0

Eight

0

Nine

0

Ten